ইসরাইলের হামলায় ৩ মাসে গাজায় নিহত সাড়ে ২০ হাজারের উপর


গাজার উপর ইজরাইলি হামলা এ কোন নতুন বিষয় না। বছরের পর বছর ধরে হামলায় প্রান হারাচ্ছে ফিলিস্তিনে গাজার সাধারন জনগন। তবে চলতি বছরে অক্টোবর মাসের ৭ তারিখে হামাস ঘুরে দাঁড়ায়। তবে এর পর থেকেই ইজরাইল যেনো পরিপূর্ণ ভাবে হামলায় জোড় দিয়েছে। ৩ মাসে গাজায় মৃতের সংখ্যা দাড়িয়েছে সাড়ে ২০ হাজারের উপর।


বিভিন্ন দেশ থেকে ইজরাইলি হামলার প্রতিবাদ জানালেও কোন ভাবেই থামছে না ইজরাইলিদের হামলা। প্রতিদিন শিশু বৃদ্ধ সহ ছাড় পায় না কেও। তাদের এই জঘন্যতম গণহত্যার পরেও সাহায্য নেই পশ্চিমাদের। তলে তলে পশ্চিমারা আরো ইজরাইলিদের সাহায্য করেই আসছে। গাজার উপর হামলার প্রতিবাদ স্বরূপ আরব দেশ গুলো যেনো মুখে তুলা চেপে বসে আসে।

আরব দেশ সহ পৃথিবীর সমস্ত মুসলিম দেশ গুলো হয়ে আছে পাথরের ন্যায়। তাদের যেনো কোন মাথা ব্যাথা নেই। কেও কোন কিছু না দেখার ভান করে আছে।। অল্প কিছু মুসলিম দেশ ইজরাইলির হামলার প্রতিবাদ শুধু মুখে মুখে করলেও নেই কোন পদক্ষেপ। তাদের যেন কোন কিছু করার নেই।।।


বিশ্ব চুপ চাপ করে গাজার মৃত্যের সংখ্যা গুনে যাচ্ছে।।  তারা সবাই জেন এখন ইজরাইলিদের দাশ হয়ে আছে।। বিষয়টি শান্তির পথে যাচ্ছে না।। সাড়া বিশ্ব চুপ চাপ দেখেই যাচ্ছে।।।

একের পর এক ইজরাইলিদের হামলায় ছাড় পাচ্ছে না শিশু থেকে শুরু করে হাসপাতালের রোগীরাও। এমন বর্বরতার হামলার ঘৃণা জানিয়েছে দৈনিক বিডি নিউজ।।।।  


Doinik BD News:

 Israeli attack on Gaza is nothing new. Gazans in Palestine have been losing their lives in attacks for years. However, on October 7 this year, Hamas turned around. But since then, Israel has been fully involved in the attack. In 3 months, the number of dead in Gaza is over 20,500.




Despite protesting the Israeli attacks from various countries, the Israeli attacks are not stopping in any way. No one gets discount every day including children and elders. Even after their heinous genocide, the West has no help. The West is helping more and more Israelis. In protest of the attack on Gaza, the Arab countries are holding cotton in their mouths.


All the Muslim countries of the world including the Arab countries are like stones. They seem to have no headache. Someone is pretending not to see anything. A few Muslim countries protested the Israeli attack with only lip service but no action. They have nothing to do.




The world is counting the death toll of Gaza in silence. All of them are now slaves of the Israelites. The matter is not going in the way of peace. The world is watching the pressure silently.


Children and hospital patients are not spared by the Israeli attacks one after another. Daily BD News has expressed its hatred for such barbaric attacks.

দৈনিক বিডি নিউজ

মানুষের কাছে সকল তথ্য ও মুখোশের আড়ালে সব কিছু জানিয়ে দেওয়াই এক মাত্র স্বার্থ আমাদের।

Post a Comment (0)
Previous Post Next Post