গাজায় মৃতের সংখ্যা দিন দিন বেড়ে এখন ৩৫ হাজার ছাড়িয়েছে। দিন দিন ইজরাইলের বর্বরতা দেখে সাড়া বিশ্ব কাদলেও তাদের মনে বিন্দু পরিমান মায়া হয়নি। তাদের এই হত্যাজজ্ঞ দিন দিন বেড়েই চলেছে৷ ইজরাইলের এই হামলায় পুরো বিশ্ব কাদলেও মন গলেনি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর।
আন্তর্জাতিক ভাবে তাদের এই হত্যাজজ্ঞের বিচার কি হতে পারে?? এতো এতো শিশু হত্যার বিচার কে করবে?
মুসলিমদের কেন এখনো জেগে উঠার সময় হয়নি? তারা কি ঘুম থেকে উঠবে না??
সাধারন মুসলিম জনগনের এরকম বিভিন্ন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। কবে থামবে ইজরাইলের এই বর্বরোচিত হামলা। কবে থেকে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবে ফিলিস্তিনিরা? এর কি কোন শেষসীমা নেই?