১৯ই আগষ্ট বুধবার সাড়া দিন ইনডিপেনডেন্ট টেলিভিশনে ডাঃ প্রদীপ বসুর নামে একটি ভুয়া প্রচার প্রচারনা চালানো হয়। মানিকগঞ্জে ভুয়া ডাক্তার সন্দেহে কয়েক জন ভুয়া ডাক্তারের বিরোদ্ধে রিপোর্ট করেন সাংবাদিক মঞ্জুরুল রহমান। সেখানে ভুলবসত ডাঃ প্রদীপ বসুর নামে ভুল রিপোর্ট করেন সাংবাদিক। এ বিষয়ে ডাঃ প্রদীপ বসু জানান, ছয় মাস আগে ভুয়া ডাক্তার অনুসন্ধানে একটি রিপোর্ট করার জন্য দি-নিউ গ্রীন লাইফ হাসপাতাল এন্ড ল্যাবে সাংবাদিক মাঞ্জুরুল রহমান আসেন। সেখানে ডাঃ প্রদীপ বসুর এক রিলেটিভের সাথে একটু ধাক্কা ধাক্কি লেগে সামান্য ঝামেলার সৃষ্টি হয়। উক্ত ঝামেলার জের ধরেই সাংবাদিক মঞ্জুরুল রহমান এই রকম তার বিরোদ্ধে ভুয়া রিপোর্ট করেন। ডাঃ প্রদীপ বসু
আরো জানান যে, তিনি একজন ডিএমএফ ডাক্তার। কোন এমবিবিএস ডাক্তার নন। তাছাড়া তার লেখা সব স্থানে দেখলে বুঝা যাবে যে, তিনি কোথাও এমবিবিএস নাম ভাঙিয়ে মানুষের চিকিৎসা করেন নাহ। তাছাড়া তিনি সব জায়গাতেও তার নামের নিচে ডিএমএফ সহ তার সব রকম কোর্সের নাম উল্লেখ করেন। তিনি এ বিষয়ে আজকে সকাল আনুমানিক ৯ টার দিকে তার নিজের ফেসবুক একাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ শো করেন। সেখানে তার সকল কোর্সের সার্টিফিকেটের আসল কপি তিনি ভিডিও আকারে সকলের সামনে তুলে ধরেন। তাছাড়া তিনি নামের আগে ডাঃ লিখতে পারেন, এই রকম বিভিন্ন কাগজ পাতি সকলের সামনে তুলে ধরেন।
তিনি আরো জানান যে, এই রকম ভুল রিপোর্টের জন্য তার অনেক মান হানি হয়েছে। সকলের কাছে তার বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। এই রকম ভুল রিপোর্ট যেন আর কখনোই কারোর বিরোদ্ধ্যে না হয় সেই দিকে ভাল ভাবে খেয়াল রেখে রিপোর্ট করতে বলেন। তিনি আরো জানান হয়তো তার শত্রুরা এইরকম ভাবে মিথ্যাচার করে সাংবাদিকদের ফুসলে দিয়েছে। তিনি এই ভুয়া রিপোর্টের বিরোদ্ধে তিব্র নিন্দা প্রকাশ করেছেন।
Right approach.. Go. Ahead bro..
ReplyDeleteMisconduct news must punished.
ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ।
DeleteRight approach
ReplyDeleteধন্যবা, আপনার মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়
Delete👍👍👍
ReplyDeleteধন্যবাদ, আপনার মন্তব্য আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ।
Delete