রোকেয়া কিংবা ইভাকে নয় কাবিলা বিয়ে করলো অন্যকাওকে।


রোকেয়া কিংবা ইভাকে নয়, কাবিলা বিয়ে করলো অন্যকাওকে।

 পলাশ উরফে কাবিলা জানায়, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পরিবারকে। আমাদের পরিবারের মায়ায়, ভালোবাসায়, সম্মতিতে সব কিছু সুন্দর হয়ে উঠেছে। প্রিয় মানুষটি নিজের হয়ে ওঠার এই মুহূর্তটি আগলে রাখতে চাই সারা জীবন। দোয়া করবেন আমাদের জন্য। ’ শুক্রবার নিজের বিয়ের খবর প্রকাশ করে এভাবেই জীবনের নতুন অধ্যায় নিয়ে দোয়া চাইলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

পারিবারিকভাবেই  বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন পলাশ। তবে সেটা অনেকটা ঘরোয়া আয়োজনেই। পলাশ জানিয়িছেন, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে।

দৈনিক বিডি নিউজ

মানুষের কাছে সকল তথ্য ও মুখোশের আড়ালে সব কিছু জানিয়ে দেওয়াই এক মাত্র স্বার্থ আমাদের।

Post a Comment (0)
Previous Post Next Post