মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাস এখন সত্য মিথ্যে ভরা। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বাংলাদেশের ইতিহাসকে ব্যাখ্যা করে থাকে। ভালো কে মন্দ এবং মন্দ কে ভালো বলে বিভিন্ন ব্যাখ্যা ইতিমধ্যেই দেখে আসছি। এই নোংরা রাজনীতি বাংলাদেশে না থাকলে আমরা থাকতাম পৃথিবীর রোল স্টেট। নবাব সিরাজুদৌলার আমলে ইউরোপিয়ান সহ সাড়া বিশ্বের মানুষ বাংলার অংশকে মনে করতো পৃথিবীর সব চেয়ে দামী অঞ্চল।।। এর একটা বড় প্রমান হলো, এমনি এমনি তো রা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলোর চোখ বাংলাদেশে এমনি এমনি পড়ে না।।। ইংরেজ, আমেরিকান সহ বিভিন্ন দেশের চোখ পড়ে আছে এই অঞ্চলের দিকে।। আমরা না বুঝতে পারলেও, তারা ঠিকি বুঝে এই অঞ্চলের মূল্যটা।।। সেই সময় থেকে বর্তমান পর্যন্ত অঞ্চল ঠিকি রয়ে গেছে, শুধু নিজেরা একে অপরের উপর দোষারোপ করে আমরা হারিয়েছি নিজেদের।।। আমাদের অঞ্চল এখন অন্যের উপর নির্ভরশীল। অথচ, এমন টা হওয়া উচিৎ ছিলো না।।।
মনে অনেক প্রশ্ন, সত্যি কি আমরা বিজয় অর্জন করতে পেরেছি???? নাকি এখনো পরাধীন হয়েই বেচে আছি।
যারা স্বাধীন করলো, তাদের স্বাধীনতা কি রক্ষা করতে পেরেছি????
ছোট সময় বই পুস্তকে পড়েছিলাম,
"স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।"
আমার দেশের জন্য শহীদ হওয়া প্রতিটা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। প্রতিটা বীর মুক্তিযুদ্ধাদের জন্য সৃষ্টি কর্তা নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের সন্মান দান করেন।।।।। অবশ্যই তারা তাদের সন্মান টুকু ফিরে পাবেন ইনশাআল্লাহ। ♥️♥️🇧🇩🇧🇩🇧🇩