করোনায় আক্রান্ত হয়ে সাড়া বিশ্বে তিন হাজারের বেশি চিকিৎসক মারা গেছ!!

করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে চিকিৎসকসহ তিন হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, খবর আলজাজিরার।কভিড-১৯ রোগে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যুর হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৫৪৫ জনের মতো চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

রাশিয়ার পরেই বেশি মৃত্যু যুক্তরাজ্যে। দেশটিতে স্বাস্থ্যসেবার ৫৪০ জন কর্মী মারা গেছেন করোনায়। এর পরই যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫০৭ জনের।তবে বিশ্বজুড়ে করোনায় স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর সংখ্যা আরো বেশি বলে জানায় অ্যামনেস্টি।

মহামারি মোকাবিলায় সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।

কিছু দেশে স্বাস্থ্য খাতে অনিরাপদ পরিবেশ, কম মজুরি, বেশি কর্মঘণ্টা এবং স্বাস্থ্যকর্মীরা হামলার শিকার হচ্ছেন বলেও জানায় তারা।

সোমবার,১৩ জুলাই ২০২০ 

দৈনিক বিডি নিউজ

মানুষের কাছে সকল তথ্য ও মুখোশের আড়ালে সব কিছু জানিয়ে দেওয়াই এক মাত্র স্বার্থ আমাদের।

Post a Comment (0)
Previous Post Next Post