শর্তাবলি ও নীতিমালা

সাধারণ শর্তাবলিঃ

দৈনিক বিডি নিউজ এর সকল বিষয়বস্তু, লেখা, ছবি, আপলোড করার সময় প্রযোজ্য সকল আইনকানুন মেনে চলার দায়িত্ব বর্তায় ডাক্তার, মেডিকেল প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদের উপর। এসকল বিষয়বস্তু বেআইনি হলে এবং এতে অসত্য তথ্য থাকলে দৈনিক বিডি নিউজ দায়বদ্ধ নয়।

ডাক্তার, মেডিকেল প্রতিষ্ঠান সমূহ এবং ব্যবহারকারীগণ নিশ্চয়তা প্রদান করেন যে, সকল তথ্য এবং বিষয়বস্তু কোনো স্বত্বাধিকার, মেধা সম্পত্তির অধিকার এবং কোনো ব্যক্তি বা সত্তার অন্য কোনো অধিকার লঙ্ঘন করে না। ডাক্তার, মেডিকেল প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীগণ এই মর্মে আরো সম্মতি প্রদান করেন যে, এই সার্ভিস গ্রহণের কারনে উদ্ভূত সকল বাধ্যবাধকতা, দায়-দায়িত্ব এবং দাবি থেকে দৈনিক বিডি নিউজ সম্পূর্ণভাবে মুক্ত।

ডাক্তার, মেডিকেল প্রতিষ্ঠান সমূহ এবং ব্যবহারকারীগণ সম্মতি প্রদান করেন যে, তাদের প্রদানকৃত বিষয়বস্তু আমাদের এর শর্তাবলী মেনে আমরা এর সাইটে উপস্থাপন করা যেতে পারে।


স্বত্বাধিকার

বর্তমানে পরিচিত বা ভবিষ্যতে আবিষ্কার হতে পারে এমন কোনোভাবে, মাধ্যমে বা প্রযুক্তিতে এসকল বিষয়বস্তু ব্যবহার করা, নকল করা, পরিবর্তন সাধন করা, খাপ খাওয়ানো, প্রকাশ করা, অনুবাদ করা, ব্যুৎপত্তিমূলক কাজ তৈরি করা এবং সেগুলো অন্তর্ভুক্ত ও বিতরণ করার ক্ষেত্রে ডাক্তার, মেডিকেল প্রতিষ্ঠান সমূহ এবং ব্যবহারকারীগণ কে চিরস্থায়ীভাবে, শুল্কমুক্ত, অপরিবর্তনীয়, একচেটিয়া নয় এমন অধিকার এবং লাইসেন্স অনুমোদন করেন।



নিরাপত্তা এবং ছবি

সম্পাদকীয় উদ্দেশ্যে বিষয়বস্তুর শিরোনাম পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এর নিয়ম লঙ্ঘন করে এইরূপ ছবি বা চিত্র প্রকাশ না করার অধিকার সংরক্ষণ করে।

Post a Comment (0)