মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার একটি জলাশয় থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার বিকেল ৫টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আরতি রানী চক্রবর্তী (৫০) পাশ্ববর্তী বরঘাটা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবুল চক্রবর্তীর স্ত্রী বলে জানা গেছে।
নিহত আরতি রানী ডায়বেটিসে আক্রান্ত ছিলেন, নিয়ম করে তিনি প্রতিদিন হাটতে বের হতেন। আজ সকালে হাঁটতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেননি, বলে জানান, নিহতের ছেলে বিশ্বজিত চক্রবর্তী। পরে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের পাছবারইল এলাকায় রাস্তার পাশের একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(সংগৃহীত)