
করোনা ভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
বুধবার (১৫ জুলাই) ব্রাজিলের গণমাধ্যমগুলোকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এর আগে গত সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্টের দেহে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে বিরক্ত হয়ে গত সোমবার আবারো করোনা টেস্ট করান তিনি।
করাওনায় আক্রান্ত হওয়ার পর থেকেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলছেন যে শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন এবং টেস্টে নেগেটিভ আসলেই তিনি তার স্বাভাবিক কাজ কর্ম শুরু করবেন।